ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সৈকতে স্বামীর নাম লিখলেন মিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ৮ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৮:০৫, ৮ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বিয়ের প্রথম বছর পার করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। বছরের শুরুতেই (৪ জানুয়ারি) ভালোবাসার মানুষ, প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।

এরপর গত ১০ জুলাই মুক্তি পায় মিম অভিনীত বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘পরাণ’। মাত্র ১১টি হল দিয়ে যাত্রা শুরু করা সিনেমাটি পরবর্তীতে দেশজুড়ে তুমুল সাড়া ফেলে। উড়ে যায় বিদেশেও। সবশেষ ‘দামাল’ দিয়েও আলোচনায় এই নায়িকা। বলা যায় এই ‘সুন্দরী’র বৃহস্পতি এখন তুঙ্গে।

সুখের এই সময়টায় শুধু ঘরে বসে নেই অভিনেত্রী। প্রকৃতির কাছাকাছি গিয়ে, ঘুরে বেড়িয়েও উপভোগ করছেন জীনবটা। বর্তমানে সাগর পাড়েই সময় কাটাচ্ছেন এই তারকা।

সেখানেই সাগরের বুকে স্বামী সনির নাম লিখেছেন মিম। সৈকতে বালুর ওপর ডান হাতের আঙুল দিয়ে স্বামী সনির নাম লেখেন তিনি। পরে সেই নামের চারিদিকে ভালোবাসার চিহ্নও এঁকে দেন। পুরো মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন নিজেই।

ভিডিওর ক্যাপশনে মিম লিখেছেন, ‘ছোটবেলায় আমরা নিজেদের জন্য কাজটি করেছি। সেই সব সুন্দর স্মৃতি আবার, সঠিক ব্যক্তির সঙ্গে বেঁচে থাকা একটি আশীর্বাদ।’

গত বছরের ১০ নভেম্বর নিজের জন্মদিনে প্রেমিককে সামনে আনেন নায়িকা। একইদিন তারা আংটি বদলের মাধ্যমে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরপর ৪ জানুয়ারি জমকালো আয়োজনে বাঁধা পড়েন সাত পাকে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি